বনী-ইসরাঈল কারা?
এমেলিকাদের মনোনীত রাজার নাম ছিলো জালুত। সে ছিলো অত্যান্ত অত্যাচারী রাজা। বনি ইসরাইলের প্রতি সে ভয়ানক অত্যাচার করত। তাদের ধন-সম্পদ সবই কেড়ে নিয়েছিলো। তাদের উপর নিম্নমানের কাজ চাপিয়ে দিয়েছিল। বনি ইসরাইলের মধ্যকার সুন্দরী রমণীদেরকে জোরপূর্বক তার তাজমহলে নিয়ে যেত। জালুতের অত্যাচারে বনী ইসরাইলেরা অধিকাংশই দেশত্যাগ করে বায়তুল মোকাদ্দাসে আশ্রয় নিল। হযরত শামুয়েল আলাইহি ওয়াসাল্লাম সেখানেই …